AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেছনে গল্প আছে: পূজা চেরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫৫ এএম, ২৭ জুলাই, ২০২৩

পেছনে গল্প আছে: পূজা চেরী

পূজা চেরী। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন তিনি। ফিরেই জানালেন নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। এরপরেই সেই সিনেমায় কবে অভিনয় করছেন নায়িকা আর কবেই বা মুক্তি পাবে সে নিয়ে কৌতুহল শুরু হয়। আর নায়িকাও চুপ বসে থাকলেন না! শুরু করে দিলেন কথা বলা।

 

শুরুতেই তাকে আমেরিকার সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গ্রিন কার্ডে ফিন কার্ড তেমন কিছুর জন্যই আমেরিকায় যাই নেই। ভিসা হওয়ার পর তো একবারও যাওয়া হয়নি তাই মাকে নিয়ে ঘুরে এলাম। এই তো পাঁচ-ছয় দিন হয় ফিরলাম। আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন আমেরিকা গেলাম এর কিছুদিন পরই সেখানে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেল। সেখানে বসেই প্রিয়তমা দেখে ফেললাম। আমেরিকার হলে বাংলা সিনেমা চলছে এবং বেড়াতে গিয়ে সেই ছবি দেখলাম– দারুণ এক ভালো লাগার অনুভূতি কাজ করেছে।


এরপরে নিজের সিনেমা ‘লিপস্টিক’ নিয়ে বলেন, ২০ জুলাই থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তারিখটা কিছুদিন পেছানো হয়েছে। এটি হচ্ছে ১ আগস্ট থেকে। আমেরিকা থেকে ফিরে দম ফেলার ফুরসত পাচ্ছি না। শুটিংয়ে ফেরার তাগিদ অনুভব করছি। ঢাকার বাইরে থেকে শুরু হবে শুটিং। টানা ২৫ দিন চলবে। বলতে পারেন ২৫ দিন লিপস্টিকের মধ্যেই থাকব।


সিনেমাটির নাম লিপস্টিক থাকার কারণ সম্পর্কে পূজা চেরী বলেন, এর পেছনে অবশ্যই কোনো গল্প আছে। সে গল্প আমি বলতে পারব না। বলতে পারবেন পরিচালক কামরুজ্জামান রোমান ভাই। শুধু এটা বলতে পারব, ‘লিপস্টিক’-এর গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।


একুশে সংবাদ/এপি

Link copied!