AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুরতে গেলেই চমক দেখান টলি নায়িকারা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:৫২ পিএম, ২৩ জুলাই, ২০২৩

ঘুরতে গেলেই চমক দেখান টলি নায়িকারা

ঘুরতে যেতে কেনা ভালোবাসেন ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার আগে খুশীতে মন ভরপুর হয়ে যায়। যদি ঘুরতে যাওয়ার কথা থাকে তাহলে অনেকের রাতে ঘুম ও হয় না ঠিক মতো।আমরা যেখানেই ঘুরতে যাইনা কেনো সবার আগে আমাদের ব্যাগ গুছিয়ে নিতে হয়। সেই ব্যাগটাতেই থাকে আমাদের অনেকের সাজগোজের জিনিসপত্র। পাহাড়-সমুদ্র-জঙ্গল যেখানেই আমরা ঘুরতে যাইনা কেনো সবার আগে আমাদের মাথায় থাকে ছবি তোলার পাল্লা।যে ছবি অনেকেই সামাজিক যোগাযোগে পোস্ট করে দিতে ও ভোলেননা।

 

আপনারা কি জানেন টলি অভিনেত্রীরা ঘুরতে গেলেই তারা সবার থেকে ব্যতিক্রম চমক নিয়ে হাজিরহন সোশ্যাল মিডিয়াতে।

 

সম্প্রতি ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। সেখান থেকেই একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মনামী, যা দেখে ঘুম উড়েছে অনেকের। ইনস্টাগ্রামে তার সদ্য শেয়ার করা ছবিগুলি যেন উষ্ণতার ওভারডোজ। একটি ছবিতে মনামীর পরনে ছিল নীল রঙের বিকিনি। অনেকেই আছেন, যারা বিকিনি পরতে ততটাও স্বাচ্ছন্দ নন। সে ক্ষেত্রে মনামীর মতো ক্রুশের শ্রাগ রাখতে পারেন নিজের ব্যাগপ্যাকে। উঁচু করে বান, হাতে ব্রেসলেট, পায়ে অ্যাঙ্কলেট- মনামীর ছিমছাম সাজ পুরুষহৃদয় ব্যথা দেওয়ার জন্য যথেষ্ট।

 

স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে বালিতে ‘বেবিমুন’ সারতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য অনুরাগীদের সঙ্গে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন নায়িকা। তার পরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দেন। বিদেশে রঙিন মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন শুভশ্রী। একটি ছবিতে শুভশ্রীর পরনে ছিল ডিপ নেক নুডলস্ট্র্যাপ ড্রেস।

 

কয়েক দিন আগেই ‘বিশেষ বন্ধুর’ সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কখনো বিকিনি, কখনো মিনি স্কার্ট- শ্রীময়ীর সাজে ছিল রঙের বাহার। সমুদ্রসৈকতে উজ্জ্বল রঙের পোশাক পরলে দেখতে বেশ লাগে। এ ক্ষেত্রে নিয়ন রং রাখতে পারেন পছন্দের তালিকায়। ইনস্টাগ্রামে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী, সেখানে দেখা যাচ্ছে নিয়ন সবুজ রঙের মিনি স্কার্ট আর টপ পরেছেন অভিনেত্রী। মাথায় টুপি, হাতে একাধিক রঙিন ব্রেসলেট। সমুদ্রের সামনে শ্রীময়ীর এই সাজ নজর কেড়েছে অনুরাগীদের।

 

একুশেসংবাদ.কম// ডে./খ.আ

 

Link copied!