AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সঙ্গীতশিল্পী সালমা মোস্তাফিজ মারা গেছেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৯ পিএম, ৩ জুলাই, ২০২৩

সঙ্গীতশিল্পী সালমা মোস্তাফিজ মারা গেছেন

সঙ্গীতশিল্পী, গীতিকার ও ভাওয়াইয়া গানের জাতীয়ভিত্তিক বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার রাতে ৫৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। সোমবার বাদ জোহর মধ্য রাজধানীর পাইকপাড়া জামে মসজিদে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন সালমা মোস্তাফিজের স্বামী ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

 

তিনি বলেন, রোববার বিকেলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন সালমা মোস্তাফিজ। পরে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

সালমা মোস্তাফিজ সম্প্রতি স্ট্রোক করেন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, স্ট্রোকের পর থেকেই শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন সালমা মোস্তাফিজ। সম্প্রতি তার রক্তশূন্যতা ধরা পড়ে।

 

সালমা মোস্তাফিজের ছেলে সাহস মোস্তাফিজ একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত। মেয়ে মোনিফা মোস্তাফিজ মন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

সালমা মোস্তাফিজ বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশনা করতেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এপি

Link copied!