AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে ঝগড়া নিয়ে হাজির হচ্ছেন জোভান-ফারিণ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২৭ পিএম, ২৬ জুন, ২০২৩

ঈদে ঝগড়া নিয়ে হাজির হচ্ছেন জোভান-ফারিণ

ঘটনাটা বেশ অদ্ভুত অথবা আধ্যাত্মিক। যে দুজন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়!

 

চরিত্র দুটির পর্দা নাম হাসিব ও মেঘা। যাদের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে প্রায় একসঙ্গে। অথচ চলনে-বলনে দুজনেই বিপরীতমুখো। এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।

 

সময়ের দুই জনপ্রিয় মুখকে নিয়ে ‘সুইচ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা।

 

রাফাত জানান, গল্পটি একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল, কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা। দুজনের মধ্যে মনের মিল তো নেই-ই; বরং সারাক্ষণ তারা ঝগড়ায় মেতে থাকে। এভাবে চলতে চলতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে। সেটি বেশ রোমাঞ্চকর এবং মজারও বটে। আশা করছি নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শকেরা, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।

 

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

একুশে সংবাদ.কম/বিএস

Link copied!