সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সরব থাকেন পরীমণি। কখনও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে, কখনও ছেলের সঙ্গে খুনসুটির মুহূর্ত নিয়ে। আবার কখনও বা প্রতিবাদী হয়ে ধরা দেন এই অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে এখন রাজের স্ত্রী নন বলেও দাবি করেন নায়িকা।
শুক্রবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।
সেখানে তিনি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে….। যেভাবে এখন মাস পেরিয়ে যায়। কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।’
পরীমণি আরও লেখেন, ‘হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’
পোস্টটি করার সঙ্গে সঙ্গেই নয় হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। কমেন্টস বক্সে রীতিমতো ঝড় উঠেছে পরীর ভক্তদের মন্তব্যে।
কয়েক দিন আগেও রাজ-পরীর দাম্পত্য কলহ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এখন কিছুটা স্তিমিত হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। এর মধ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।
এসব ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই নানা সমালোচনা এবং বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

