ভারতের মুম্বাইয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে গত ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দেওয়া হয়।
এ বছর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে অভিনয় জগতে তার সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে। ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
একই অনুষ্ঠানে রাখিকেও সম্মাননা দেওয়া হয়েছে। এমন প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।
অনুষ্ঠান শেষে এরইমধ্যে বর্ষা দেশে ফিরেছেন। এদিকে বর্ষা অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা রোজার ঈদে মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী: দ্য লিডার’ নামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল। তাকে দেখা যাবে বর্ষার বডিগার্ডের চরিত্রে। সিনেমাটির কাজ এরইমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
বিনোদন ভুবনে মডেল হিসেবে বর্ষার ক্যারিয়ার শুরু হয়। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রে অনন্ত জলিলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে।
পরবর্তীতে বর্ষা একে একে ‘হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, দিন-দ্যা ডে র মতো বড় বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া, তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যক্তিগত জীবনে বর্ষা ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির দুটি পুত্রসন্তান আছে।
একুশে সংবাদ.কম/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

