AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টেজের মধ্যে হেনস্তার শিকার অরিজিৎ সিং


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩১ পিএম, ৮ মে, ২০২৩

স্টেজের মধ্যে হেনস্তার শিকার অরিজিৎ সিং

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার স্টেজের মধ্যেই হেনস্তার শিকার হলেন। ফলে ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন গায়ক। আর গোটা ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, আওরঙ্গাবাদে একটি কনসার্টে পারফর্ম করছিলেন অরিজিৎ। সেখানে স্টেজে একের পর এক সুরেলা কণ্ঠে দর্শক মাতাচ্ছিলেন তিনি। এ পরিস্থিতিতে প্রিয় গায়ককে দেখে হঠাৎ করেই আবেগতাড়িত হয়ে পড়েন ভক্তরা।

 

একজন ভক্ত প্রিয় শিল্পীর হাত ধরে টান দেন। ওই হাতেই গুরুতর আঘাত পেয়েছেন গায়ক। এমনকী হাতও নাড়াতে পারছিলেন তিনি। এ অবস্থায়ও শান্ত ছিলেন অরিজিৎ।

 

বলি তারকা মার্জিত ভঙ্গিতে ওই ভক্তকে বলেন, আপনি এভাবে হাত ধরে টানছেন কেন? এবার তো আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না। আমি যদি পারফর্ম করতে না পারি, তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। খুব সহজ হিসাব এটা।

 

এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত মেজাজ হারিয়েছেন অরিজিতের শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ কঠোর ভাষায় সমালোচনা করছেন অনুষ্ঠান আয়োজকদের।

 

একুশে সংবাদ.কম/বি.এস

Link copied!