AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিমির আবদার পূরণ করলেন শাহরুখ খান


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৩১ পিএম, ৮ মে, ২০২৩

মিমির আবদার পূরণ করলেন শাহরুখ খান

টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী বিশেষ আবদার জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে। যথারীতি কিছুদিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হল তার কাছে। কিন্তু কী এমন চেয়েছিলেন তিনি?

 

এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, মিমি নিজের নাম লেখা কেকেআর এর জার্সি চেয়েছিলেন। টুইট করেছিলেন তিনি। তবে বেশিদিন অপেক্ষা করতে হল না তাকে।

 

নিজের নাম লেখা জার্সি হাতে পেতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। কলকাতার জার্সি বলে কথা। যথারীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সুখবর।

 

কেকেআর এর তরফে সেই ছবি পোস্ট করে তারা জানিয়েছেন। মিমি দারুণ লাগছে। আমাদের দলের হয়ে চিয়ার করছেন আপনি। ধন্যবাদ। হাসিমুখে জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছেন, আপনার আবদার পূরণ করলেন কিং খান।

 

  উল্লেখ্য, বেশকিছুদিন ধরে মিমি রাজনীতির কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। তবে, সামনেই সিনেমার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন।

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!