AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরফান খানের মৃত্যুবার্ষিকী আজ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩০ পিএম, ২৯ এপ্রিল, ২০২৩

ইরফান খানের মৃত্যুবার্ষিকী আজ

২০২০ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। কঠিন সব চরিত্রকেও তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে পর্দায় খুব সাবলীলভাবে ফুটিয়ে তুলতেন। শুধু ভারতীয় নয়, নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন হলিউডসহ বাংলাদেশি ছবিতেও। বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক ঘটনার সাক্ষী থেকেছেন তিনি। ফিরিয়েছেন হলিউডের নামজাদা পরিচালকের ছবির অফারও।

আজ ২৯ এপ্রিল (শনিবার) অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

 

বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করেন ইরফান। ইরফান প্রথম বাংলা সিনেমা করেন ২০০৪ সালে। ‘শ্যাডোজ অব টাইম’ নামের সিনেমাটির পরিচালক ছিলেন জার্মান নির্মাতা ফ্লোরিয়ান গ্যালেনবার্গার। কলকাতায় শুটিং হওয়া সিনেমাটিতে ইরফান ছাড়াও ছিলেন প্রশান্ত নারায়ণ, তন্নিষ্ঠা চ্যাটার্জি।

 

মীরা নায়ারের ‘দ্য নেশমেক’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান অভিনেতা। ইরফান খানের আরেকটি বহুল প্রশংসিত সিনেমা ‘দ্য লাঞ্চবক্স’। সিনেমাটি মর্যাদাপূর্ণ টরন্টো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জেতে। যে রেকর্ড নেই আর কোনো ভারতীয় সিনেমার।

 

২০০৮ সালে ‘মার্ডার অ্যাট তিসরি মঞ্চিল ৩০২’ নামের একটি সিনেমায় অভিনয় করেন ইরফান। ছবিটির কাজ শেষ হয় পরের বছরই। কিন্তু মুক্তি পেতে পেতে লেগে যায় এক দশকেরও বেশি। শেষ পর্যন্ত ইরফানের মৃত্যুর পর ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায়।

 

উল্লেখ্য, ইরফান খান দীর্ঘ এক বছর ধরে কঠিন নিউরো এন্ডোক্রিন কর্কটরোগে ভুগছিলেন। লন্ডনে চিকিৎসা গ্রহণের পর তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন। ২০২০ সালের ২৮ এপ্রিল বৃহদন্ত্রে জটিলতার জন্য তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন অর্থাৎ ২৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন অভিনেতা।  

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!