AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাড়িতে কোন পোশাকই পরেন না উরফি!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১৫ পিএম, ২৫ এপ্রিল, ২০২৩

বাড়িতে কোন পোশাকই পরেন না উরফি!

কখনো তিনি দেখা দেন প্লাস্টিকে মোড়ানো পোশাকে। কখনো আবার লজ্জা ঢাকেন ফোনের সিম কার্ড দিয়ে। এমনভাবেই উরফি জাভেদকে দেখতে অভ্যস্ত দর্শক। 

 

তাকে নিয়ে চর্চারও শেষ নেই। এই যেমন দু’দিন আগে এমন এক পোশাকে লেন্সবন্দি হলেন তিনি, যে এই লুকে তাকে দেখে তো সকলের চোখ কপালে। পিঠ খোলা, চুল টেনে খোঁপা করা। ছোট একটা কালো রঙের মিনি স্কার্ট পরেছেন। আর ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন বন্দুকের নকশা করা কাপড়ে। প্রতি দিন বাইরে বার হওয়ার জন্য নিত্যনতুন পোশাক নিয়ে পরীক্ষা করেন তিনি। আর বাড়িতে?

 

উরফি জাভেদ বাড়িতে ঠিক কেমন পোশাক পরে সময় কাটান? সেখানেও কি কোনো নতুন ছোঁয়া থাকে? এক সাক্ষাৎকারে উরফিকে এমনই প্রশ্ন করা হল। তার উত্তর শুনে লজ্জা পেয়ে গেলেন সঞ্চালক নিজেই। কী এমন উত্তর দিলেন তিনি?

 

সাধারণত তার সাক্ষাৎকার দেখা যায় না। তাই এক বার সুযোগ পেয়ে তাকে প্রশ্ন করতে ছাড়লেন না সঞ্চালক। প্রশ্ন করলেন, বাড়িতে থাকলে কী পোশাক পরে থাকেন উরফি? তার স্পষ্ট জবাব, বাড়িতে আমি কোনো পোশাকই পরি না। উত্তরের সঙ্গে মুচকি হাসিও দিলেন তিনি। ব্যস, উত্তর শুনেই অস্বস্তিতে পড়লেন তিনি। পরের প্রশ্ন করতেই ভুলে গেলেন সঞ্চালক।

 

উরফির পোশাক নিয়ে চর্চার সঙ্গে সঙ্গে কম বিতর্কও হয়নি। কিন্তু বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন এই কন্যে। কখনো তার নিন্দকদের পাল্টা উত্তর দিয়েছেন, কখনো তাদের এড়িয়েও গিয়েছেন। কিছু দিন আগে বিতর্ক সৃষ্টি করলেন কিছু না পরেই! এবার অবশ্য কোনো উত্তর আসেনি উরফির তরফে। আগামী দিনে আর কী কী চমক নিয়ে আসতে চলেছেন তিনি? সেটাই দেখার অপেক্ষা।

 

একুশে সংবাদ/এপি

Link copied!