২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত ৪ এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম।
হাফেজ তাকরিমের অনন্য এই অর্জনে গর্বিত বাংলাদেশ। তার বিশ্বসেরা হওয়ার খবরে ইতোমধ্যে সাধারণ মানুষ থেকে তারকামহলের অনেকে শুভেচছা জানিয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই স্পষ্ট।
এবার হাফেজ তাকরিমকে নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ তোমাকে আরও বড় করুক। দোয়া থাকবে।’
এদিকে ডিপজলের এ স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের। বিভিন্ন রিঅ্যাকশনে ভরিয়ে দেয়ার পাশাপাশি হাফেজ তাকরিমকে নিয়ে প্রশংসামূলক নানা মন্তব্য করছেন তারা।
এর আগে হাফেজ তাকরিমের অর্জন নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর, বেলাল খানসহ আরও অনেক তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
একুশে সংবাদ.কম/চ.ট/বি.এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

