AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে: নোবেল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৯ পিএম, ১২ এপ্রিল, ২০২৩

আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে: নোবেল

গানের জগতে বেশ সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’খ্যাত বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেলের। তবে সে সম্ভাবনা যেনো নিজেই নষ্ট করেছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত। নিজের স্ত্রীও তার সঙ্গ ছেড়েছেন। বিচ্ছেদ হয়েছে বছর খানেক আগে। 

 

এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেলেন নোবেল।

 

  মঙ্গলবার ফেসবুকে নোবেল জানান, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। সঙ্গে এও বলেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি।

 

এই গায়কের কথায়, আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।

 

  তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কথায়- হতাশ হবেন না ভাই। ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!