AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমের গুঞ্জনের মাঝেই মুখোমুখি শ্রাবন্তী-শুভ্রজিৎ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৪ পিএম, ১১ এপ্রিল, ২০২৩

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে নাকি নতুন সম্পর্ক দানা বেঁধেছে অভিনেত্রীর। এমনই গুঞ্জন উঠেছে কলকাতায়।

 

যদিও এ বিষয়ে শ্রাবন্তী-শুভ্রজিৎ কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শুভ্রজিৎ মিত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত।

 

শুভ্রজিৎ মিত্র তার ফেসবুক পোস্টে শ্রাবন্তীর বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতেই দুজনের সম্পর্কের জল গড়াতে শুরু করে। রাজর্ষী দে-র পরিচালনায় শুটিং চলছে ‘সাদা রঙের পৃথিবী’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। আর এই ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করছেন শুভ্রজিৎ।

 

শুটিং ফ্লোর থেকে দুজনের একটি ছবি নিজের সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন পরিচালক, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

 

এদিকে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় আসছে ‘দেবী চৌধুরানী’। যে ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যা শ্রাবন্তীর অভিনয়জীবনের অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে।

 

ছবির জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী। এমন এক চরিত্র, যা চিরকাল সম্পদ হয়ে থাকবে অভিনেত্রীর কাছে। এই ছবিতেই শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 

দুজনকে এর আগে একসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে দেখা গিয়েছিল। খুব শিগগিরই ‘দেবী চৌধুরানী’ ছবির শুটিং শুরু করবেন শুভ্রজিৎ।

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!