অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী বলা হয় ঋতুপর্ণা সেন ঋকে। গান্ডু থেকে কসমিক সেক্সের মতো সিনেমায় দাপুটের সঙ্গে কাজ করেছেন তিনি। সিনেমার গল্পের প্রয়োজনে পোশাক খুলতেও কোনো দ্বিধা নেই তার। আর এসব কারণেই শুরু থেকেই তাকে নিয়ে দর্শক উত্তেজনা ছিল তুঙ্গে।
টালিউডের এ অভিনেত্রী কখনো সিনেমা, আবার কখনো ধারাবাহিকের মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন ইন্ডাস্ট্রিতে। তবে অভিনয়ে নিজেকে যেভাবেই মেলে ধরুক না কেন, তার ব্যক্তিজীবন ঠিক কতটা গোছানো- এ প্রশ্ন অনেকের।
সম্প্রতি তিনি জানিয়েছেন বেশ ভালো রয়েছেন। জীবনযাপন কিছুটা নিয়মের সঙ্গে বাঁধা। খুব একটা বেহিসাবি জীবন কাটান না। রচনা ব্যানার্জির উপস্থাপনায় ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে এসব ছাড়াও ব্যক্তিগত গোপন সমস্যার কথা জানিয়েছেন বলে খবর টিভি নাইনের।
টালি তারকা ঋ বাড়িতে একা কীভাবে সময় কাটান, সে কথাও জানিয়েছেন। মা চলে যাওয়ার পর মাথা কিছুটা খারাপ হয়। হাসির সঙ্গে এ কথা জানালেও উপস্থাপিকা রচনা ব্যানার্জি পাল্টা বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরেই এ সত্যি তিনি জানেন।
ঋ জানান, তিনি এক কাউন্সিলরের কাছে গিয়েছিলেন। আপাতত ভালো আছেন। এ জন্য কিছু বিষয়ে নজর রাখেন। ঘুমাতে যাওয়ার আগে মোটেও মোবাইল ফোন হাতে রাখা উচিত নয় বলেও জানান চর্চিত এ অভিনেত্রী।
একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

