দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি ৯ বছরের সম্পর্ক ভাঙলেও ঢাকা-কলকাতার ছোটাছুটির মধ্যে সুখবর দিলেন এই অভিনেত্রী। জানালেন টালিউডের নির্মাতা রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ সিনেমার আইটেম গানে থাকছেন তিনি। প্রায় ছয় শতাধিক শিল্পীর সমন্বয়ে ‘খেলা হবে’ আইটেম গানটির শুটিং হবে বলে জানা গেছে।
নুসরাত ফারিয়া বলেন, “অনেক বড় আয়োজনে গানটির শুটিং হবে। এর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আমার বিশ্বাস ‘খেলা হবে’ গানটি দুই বাংলার মানুষ অনেক পছন্দ করবে।”
এই অভিনেত্রী বর্তমানে অনম বিশ্বাস পরিচালিত ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে তার ‘বিবাহ অভিযান ২’ সিনেমাটি।
এদিকে, ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় এই অভিনেত্রীর। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু, সম্প্রতি তাদের ৯ বছরের সম্পর্ক যায়। কিন্তু কি কারণে সম্পর্কের অবনতি সে বিষয় নিয়ে মুখ খুলেন নি নুসরাত ফারিয়া।
একুশে সংবাদ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

