AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্কার আসর উপস্থাপনা করবেন দীপিকা পাড়ুকোন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:০৬ পিএম, ৪ মার্চ, ২০২৩

অস্কার আসর উপস্থাপনা করবেন দীপিকা পাড়ুকোন

কিছুদিন আগেই শেষ হলো কাতার বিশ্বকাপ ফুটবলের আসর। সমাপনী দিনে কাপ হাতে মাঠে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এবার জানা গেল অস্কার আসর উপস্থাপনা করবেন এ বলিউড তারকা।


বৃহস্পতিবার (২ মার্চ) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান দীপিকা। এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। পোস্টে তাকে শুভেচ্ছাবার্তা জানাতে থাকেন শুভাকাঙ্ক্ষীরা।


সহ-কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে। নেহা ধুপিয়া লেখেন, তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অনিশা লিখেছেন, বুম। এসব মন্তব্যের মাঝেই দেখা গেল স্বামী রণবীর সিংও মন্তব্য করেছেন। তিনি অবশ্য হাততালির ইমোটিকন জুড়ে দিয়েছেন।


অস্কারের এই আসরে এ নায়িকা ছাড়াও আরও উপস্থাপনা করবেন ডোয়াইন জনসন, রিজ আহমেদ, মাইকেল ডি. জর্ডান, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।


আগামী ১২ মার্চ ডলবি থিয়েটারে হবে অস্কার আসর। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান।

 

এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্ট বিভাগে রয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

 

একুশে সংবাদ/চ ২৪/সম

Link copied!