AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ায় সময় কাটাচ্ছেন অর্ণব-সুনিধি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

গোয়ায় সময় কাটাচ্ছেন অর্ণব-সুনিধি

বাংলার জনপ্রিয় শিল্পী অর্ণব। ব্যস্ত সময় কাটচ্ছেন কোক স্টুডিও বাংলা নিয়ে। দ্বিতীয় সিজন শুরুও হয়েছে। এই সিজনে কদিন আগেই মুড়ির টিন নামের একটি গান মুক্তি পেয়েছে। এই গান নিয়ে প্রচারণা চলছে, অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও ভিউয়ের পরিমাণ বেশ, এখন পর্যন্ত ৪৪ লাখ বার ভিডিওটি স্ট্রিম হয়েছে। 

 

এদিকে, এই গান মুক্তির পর অর্ণবের দেখা মিলল ভারতের গোয়া সমুদ্র সৈকতে। সেখানে স্ত্রী সুনিধি নায়েককে নিয়ে ছুটি কাটাচ্ছেন। ফেসবুক হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন। সাগড়পাড়ের সেসব ছবির অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে সমুদ্র সঈকতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। 

 

ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমিও বউ নিয়ে যাবো সাগর পারে। আপনাদের জন্য শুভকামনা।’

 

আরেকজন লিখেছেন, ‘ক্যারিয়ারের বাইরে আপনারা দুজন পূর্ন আনন্দময় সময় কাটাচ্ছেন। দুজনের জন্য আমার তরফ থেকে ভালোবাসা।’

 

২০২০ সালে অর্ণব ও সুনিধির খবর প্রকাশ পায়। সুনিধি আসানসোলের মেয়ে। অর্ণবের জন্ম বাংলাদেশে হলেও পড়াশোনা শান্তিনিকেতনে। কলকাতা ও বাংলাদেশ দুই বাংলাতেই গায়ক হিসাবে যথেষ্ট সুপরিচিত অর্ণব। অন্যদিকে সুনিধি নায়েকও বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী। এই সূত্রেই পরিণয় সূত্রে দুজনই আবদ্ধ হন। 

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!