এই দুই নায়িকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তখন থেকেই রয়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বেশ কয়েকদিন ধরে আইনি মামলায় জড়িয়ে শিরোনামে ছিলেন শ্রাবন্তী তবে এবার সামনে এলো নুসরতের খবর।
নিখিল জৈনের সাথে রূপকথার বিয়ে সেরে ছিলেন নুসরত জাহান যদিও গতবছরই সামনে আনেন যে এই বিয়ে বৈধ নয়।
ইতিমধ্যে দুজনের পথ আইনের সিলমোহর সহ আলাদা হয়েছে আর ফের সংসার গড়ে নিয়েছেন যশের সঙ্গে। তবে এবার এই সংসারেও অশান্তির আভাস মিলছে! শোনা যাচ্ছে যশের সঙ্গেও বনিবনা হচ্ছেনা তার।
টলি পাড়ার অন্তরের গুঞ্জন বলে SOS Kolkata ছবির শুটিং এর সময়েই একে অপরের কাছাকাছি এসেছিলেন তারা।
একুশে সংবাদ.কম/ক.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :