AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টার সিনেপ্লেক্স উদ্বোধনে চট্টগ্রামে রাজ-পরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২২
স্টার সিনেপ্লেক্স উদ্বোধনে চট্টগ্রামে রাজ-পরী

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা চালু হয়েছে চট্টগ্রামে ।

 

 শুক্রবার (২ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরিফুল রাজ ও পরীমণি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ-পরী ছাড়াও সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

চট্টগ্রাম ‘স্টার সিনেপ্লেক্স’ শাখা যাত্রা শুরু করছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরাউল রাফাত পরিচালিত ‘মেড ইন চিটাগং’ ছবি দুটি দিয়ে।

 

দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীতে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল ছিল সময়ের দাবি। এবার সেই দাবি পূরণ হলো। চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)।

 

বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

 

একুশে সংবাদ.কম/ঢা.প/বাইজীদ_সা’দ

 

 

Link copied!