কালো টপ, ধূসর ট্রাউজ়ারস আর সবুজ জুতোয় নিজস্ব ফ্যাশনে নজর কেড়েছেন তারকা। মাথায় চুড়ো করে বাঁধা চুল। ঘুরে ঘুরে কোমর দুলিয়ে নেচেই চললেন। সেই দেখে চোখ টাটাল নিন্দকদের। মন্তব্য ভেসে এল, ‘‘যা-ই করুন, আপনি পাতে দেওয়ার যোগ্য নন!’’ কেউ আবার তীব্র ঘৃণা নিয়ে বললেন ‘‘গোলমেলে মহিলা, মোটেও সুবিধের নন!’’
সেই ঘটনার পর এমনিতেই পান থেকে চুন খসলে তাঁকে নিয়ে গুজব রটে। পোশাক নিয়েও তেমনই সমালোচনা শুরু হয়েছিল সম্প্রতি। ‘রস’ ছবির বিখ্যাত গান, আশার গলায় ‘সাজনা হ্যায় মুঝে, সাজনা কে লিয়ে’-তে অশ্লীল পোশাক পরার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এ সব আর ধর্তব্যের মধ্যে আনতে চান না অঞ্জলি।
সাফ জানান, ‘‘লোকে শাড়ি পরলেও কথা শোনায়। ক্রপ টপ পরলেও তো পেট দেখা যায়। শাড়ি পরলেও একই ব্যাপার। সবই অশ্লীল? আসলে লোকে তক্কে তক্কে থাকে। ট্রোল করার ফিকির খোঁজে।’’ অঞ্জলির দাবি, সবাইকে খুশি করে চলা যায় না দুনিয়ায়। ভালবাসা যেমন পাওয়া যায়, ঘৃণা, নিন্দাও জীবনধারণের ক্ষেত্রে স্বাভাবিক ভাবে নেওয়া উচিত।
একুশে সংবাদ/ আ.বা/ রখ
আপনার মতামত লিখুন :