AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘মাইলস’ ছাড়ছেন শাফিন আহমেদ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
‘মাইলস’ ছাড়ছেন শাফিন আহমেদ

১৯৭৯ সালে থেকে গড়ে উঠা বাংলাদেশে সংগীতের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। শাফিন আহমেদ ‘মাইলস’র অন্যতম ভোকাল ও গিটারিস্ট।

এর আগে ২০১০, ২০১৭ সালে দুইবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটি থেকে সরে গিয়েছিলেন শাফিন। আবার ফিরেও এসেছেন। সম্প্রতি ‘মাইলস’ ব্যান্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীও করেছেন জাঁকজমকভাবে।

শনিবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আবারও ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিয়েছেন শাফিন। ভিডিওর ক্যাপশনে শাফিন লেখেন, ‘দীর্ঘদিনের অন্যায় ও ভুল কার্যক্রমের প্রেক্ষিতে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

ভিডিওতে শাফিন আহমেদ বলেন, ‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে, বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। আজকের মাইলসের এ অবস্থানের পেছনে আমার কতটুকু অবদান, সেটা আপনারা অনেকেই জানেন। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। এ বছরের শুরু থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে মিউজিকের কোনও কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’

তিনি আরও বলেন, ‘তবে সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতো থাকবে। আমাকে স্টেজ এবং রেকর্ডিংয়ে পাওয়া যাবে। আমার অনুরোধ, মাইলস নামের কোনো অপব্যবহার যেন না হয়। আমরা যদি একসঙ্গে কাজ করতে না পারি তাহলে মাইলসের কার্যক্রম এখানে বন্ধ করা হোক।’

শাফিন আহমেদ (বেজ গিটার, ভোকাল), হামিন আহমেদ (গিটার, ভোকাল), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস) মাইলসের লাইনআপে ছিলেন।

 

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!