AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন তারকারা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪৩ পিএম, ১৯ অক্টোবর, ২০২১
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন তারকারা

দুর্গাপূজা ঝামেলাকে কেন্দ্র করে দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে এতে  নড়েচড়ে বসেছে পুরো দেশ। এসময় শোবিজের অনেক তারকাও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তারা এ বিষয়ে নিজেদের ফেসবুকে পোস্ট করে এ আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় মুখ খুলেছেন জয়া আহসান, মিথিলা থেকে শুরু করে অনেক তারকা। রংপুরের জেলে পল্লীর আগুনের ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’

একই ছবি শেয়ার করেছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি লিখেছেন, ‘কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধু ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।’

ধর্মের নামে রাহাজানি বন্ধের আহ্বান জানিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। টুইটারে তিনি লিখেছেন, ‘ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক। ঘৃণার ব্যবসা বন্ধ হোক। সবার উপর মানুষ, মানবতা সত্য হোক। ভবিষ্যত প্রজন্মের সুন্দর জীবনের জন্য একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদেরই।’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘রংপুর নয়, পুড়ছে স্বদেশ। পুড়ছে মাতৃভূমি। আজ পুড়ছে অসহায় কেউ। কাল পুড়বে তুমি।’

ঢালিউড চিত্রনায়ক বাপ্পী চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘অথচ আমাদের রক্তের রঙ একই।’ এছাড়া নিজেরদের প্রোফাইলে কালো রং দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। 

টালিউডের একাধিক শিল্পী প্রতিবাদ জানিয়েছেন এ ঘটনায়। ফেসুবকে পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী, শ্রীলেখা মুখার্জি, দেবশংকর হালদার, শান্তিলাল মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, ঋদ্ধি সেন, কৌশিক সেন, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।

সুন্দর পৃথিবী গড়ার জন্য তারা সম্প্রীতির আহ্বান জানিয়েছেন এবং যার যার অবস্থান থেকে এ ঘটনার নিন্দাও জানিয়েছেন তারা।


একুশে সংবাদ/জা/তাশা

Link copied!