AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাম দল যদি করেও থাকে যথেষ্ট বুদ্ধিদীপ্ত : শ্রীলেখা মিত্র


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:০৪ পিএম, ২৬ এপ্রিল, ২০২১
বাম দল যদি করেও থাকে যথেষ্ট বুদ্ধিদীপ্ত : শ্রীলেখা মিত্র

জনৈক নেটাগরিকের এক বার্তায় শাসকদল থেকে বিজেপি-তে যোগদানকারী রাজনৈতিক নেতা-মন্ত্রী সহ তারকা প্রার্থীদের যোগাযোগ নম্বর রয়েছে। পোস্ট শুরু হয়েছে ব্যঙ্গাত্মক বার্তায়, ‘করোনায় ভয় কিসের? আপনার পাশে মানুষের কাজ করার জন্য প্রাণ আনচান করা নেতারা!

মাস্ক, স্যানিটাইজার, রক্ত, অক্সিজেন, অ্যাম্বুল্যান্সের জন্য এক্ষুনি ফোন করুন...’। পরিচালক ইন্দ্রাশিস আচার্য সহ বহু জন ইতিমধ্যেই নিজেদের পাতায় শেয়ার করেছেন সেই পোস্ট। বিতর্কের জন্ম তার পরেই।

একাধিক তারকা প্রার্থীর অভিযোগ, সম্ভবত এই পোস্ট উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়িয়েছে বাম দল। কারণ, তালিকায় কোনও বাম প্রার্থীর যোগাযোগ নম্বর নেই। এ ভাবে কারোর মুঠোফোন নম্বর প্রকাশ্যে নিয়ে আসা যায়? প্রশ্ন তাঁদের।

সত্যিই এই কাজ বাম দলের? জানতে আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল বাম দলের সমর্থক শ্রীলেখা মিত্রের সঙ্গে। পরিচালক, অভিনেত্রী ব্যস্ত তাঁর প্রথম ছবি ‘বিটার হাফ’-এর ডাবিংয়ে। স্টুডিয়ো থেকেই জানালেন, ‘‘আমার কাছেও এই পোস্টটি এসেছিল।

দেখে আমারও হাত নিশপিশ করছিল পোস্ট করার জন্য। কিন্তু করিনি। কারণ কোথাও গিয়ে আমারও মনে হয়েছিল, এ ভাবে কারোর ব্যক্তিগত যোগাযোগ নম্বর বোধ হয় ফাঁস করে দেওয়া উচিত নয়।’’

তারকা প্রার্থীদের অভিযোগের উত্তরে শ্রীলেখার দাবি, তিনি সত্যিই জানেন না, কার মাথা থেকে এটি বের হয়েছে। জানেন না, এটি আদৌ বাম দলের উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট কিনা। পাশাপাশি প্রশংসাও করেছেন পোস্টটির। বলেছেন, ‘‘বাম দল আক্ষরিক অর্থেই শিক্ষিত।

যদি করেই থাকে, তা হলে সত্যিই বুদ্ধিদীপ্ত বদমায়েশি করেছে।’’ নিজের উত্তরের স্বপক্ষে অভিনেত্রীর আরও সাফাই, যিনিই কাজটি করে থাকুন তিনি বুঝেছেন কাজের ছুতোয় তারকাদের দলবদল বা রাজনীতিতে যোগদান সাধারণের কাছে প্রচণ্ড হাস্যকর। কেউ এই যুক্তি বিশ্বাস করেনি। তাই এই ধরনের পোস্ট নেটমাধ্যমে শেয়ার হতেই ভাইরাল।

Link copied!