AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চেই আসছে দেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:১২ পিএম, ২ মার্চ, ২০২১
মার্চেই আসছে দেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’

প্রখ্যাত লেখক, চিন্তক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। উপন্যাসটি অবলম্বনে একই নামে ছবি বানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। ছবিটির আরও একটি দিক হলো- এটি বাংলা ভাষায় তৈরি প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি।

ত বছরের ১৫ ডিসেম্বর সেন্সর  বোর্ডে ছবিটির প্রদর্শিত হয়। প্রদর্শন শেষে বোর্ড সদস্যরা ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তও দিয়েছিল। কিন্তু মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছিল না। অবশেষে জানা গেল ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে।

সোমবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে এর প্রথম পোস্টার। যেখানে পাওয়া গেল এর অন্যতম প্রধান চরিত্র জয়া আহসানকে।

ছবিটির মুক্তি প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারসহ নানা প্রচারণা চলছে। তৈরি করা হয়েছে ফেসবুক প্রোফাইল স্টিকারও।’

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপড়েন এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে ‘অলাতচক্র’ চলচ্চিত্রে।

এতে দানিয়েল তথা আহমদ ছফার চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। আর প্রেমিকা তায়েবার ভূমিকায় আছেন জয়া আহসান।

‘অলাতচক্র’ উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশ হয়। ২০১৯ সালে চলচ্চিত্রটি শুরু হয়ে সে বছরের শেষদিকে এর কাজ শেষ হয়। ৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে বিশেষ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। তিনি জানান, পুরো শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকেই।

একুশেসংবাদ/অমৃ

Link copied!