AB Bank
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

নতুন প্রেমে পড়েছে নুসরাত, ভাঙছে সংসার 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:০১ পিএম, ৭ জানুয়ারি, ২০২১
নতুন প্রেমে পড়েছে নুসরাত, ভাঙছে সংসার 

কলকাতার নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে কম কথা সহ্য করতে হয়নি। মুসলিম হয়েও একজন হিন্দুকে বিয়ে করার কারনে।

এবার শোনা যাচ্ছে, ভিন্ন কথা তিনি নতুন প্রেমে পড়েছেন। তাও আবার টালিউডের নায়ক যশের।

সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে আছে নতুন এক হ্যাশট্যাগ। সেই গোপন হ্যাশট্যাগের নাম হলো ‘যশরাত (#yashrat)। 

ইনস্টাগ্রামে এই পেজে যশ-নুসরাতের শুটিং থেকে শুরু করে নানা ক্যান্ডিড মুহূর্তের ছবি পোস্ট করা হয়েছে। কখনও কখনও পার্টির ছবিতে দেখা গেছে যশ-মধুমিতাকে। কিন্তু পোস্টের বেশির ভাগ জুড়ে আছে #যশরাত অর্থাৎ যশ-নুসরাত।

ওই খবরে বলা হয়, যশ-নুসরাত রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। এ নিয়ে অবশ্য কারো ইনস্টাতেই দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। নুসরাত ছবি পোস্ট করে চেক-ইন করেছেন রাজস্থান। যশ যদিও জায়গার নাম উল্লেখ করেননি। কিন্তু যশের ছবির পটভূমিকায় মরুভূমি। আসল ব্যাপারটা কী?  এই পেজের দুটি ভিডিওর সূত্র বলছে,  যশ-নুসরাত একসঙ্গে আজমের দরগায় গিয়েছিলেন। একসঙ্গে সেলফিও তুলেছেন। নুসরাতকে দেখা গেছে সাদা কুর্তায়। তার মাথায় ছিল বাঁধনির ওড়না।

ভিডিওতে দেখা যায়, যশকে পাশে নিয়ে নুসরাত ছবি তুলছেন। এ সময় যশের পরনে সাদা জ্যাকেট। মাথায় বেঁধেছেন গোলাপি রুমাল। দু’জনের গলাতে দেখা যাচ্ছে লাল মালা। এদিকে ভারতীয় গণমাধ্যমে নুসরাত জানিয়েছেন, তিনি প্রত্যেক বছরে এই দরগায় আসেন। অভিনেত্রীর কথায়, ‘বাবা’র আশীর্বাদে তার জীবন চলছে।

গুঞ্জন উঠেছে, ‘এসওএস কলকাতা’ছবির শুটিং করতে গিয়ে তাদের প্রেমের শুরু। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। মরুশহরে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি দুজনের কেউই। 

একুশে সংবাদ/আর/এস