AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজীবন সন্মাননা পাচ্ছেন সোহেল-সুচন্দা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩২ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০
আজীবন সন্মাননা পাচ্ছেন সোহেল-সুচন্দা

চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৯-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ যৌথভাবে আজীবন সন্মাননা পাচ্ছেন সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে ‘সোহেল রানা’ নামে পরিচিত তিনি। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।

তিনি ‘মাসুদ রানা’র ছবির মাধ্যমে ১৯৭৩ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কোহিনুর আক্তার সুচন্দার জন্ম যশোরে। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সত্তরের দশকে মুক্তি পাওয়া ছবি ‘জীবন থেকে নেয়া' এবং নব্বইয়ের দশকের ‘ঝিনুক মালা' ছবির জন্য সবচেয়ে বেশি খ্যাতি কুড়িয়েছেন তিনি। 

এছাড়া ১৯৯৬ সালে ‘সবুজ কোট কালো চশমা' এবং ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন সুচন্দা। মুক্তির বছরই সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘হাজার বছর ধরে'। আর তিনি এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে মনোনীত হন। 

একুশে সংবাদ /এ/এস

Link copied!