৪০তম বিসিএসের নন–ক্যাডার পদের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদের চাকরিপ্রার্থীরা গত বছরের নভেম্বরে কাজে যোগ দেন। তবে নানা জটিলতায় নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।
নন-ক্যাডারে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের থেকে আবেদন চায় পিএসসি। প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দেয়। পরে আবারও আবেদন চায় পিএসসি। আবেদন শেষ হয় ৭ সেপ্টেম্বর।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :