AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসিতে রাজশাহীতে পাশের হার ৮১.৬০ শতাংশ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০২:০৬ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
এইচএসসিতে রাজশাহীতে পাশের হার ৮১.৬০ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাশের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী। পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এইচএসসির ফলাফল ঘোষণা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম। তিনি জানান, এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবারে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী।

 

তিনি জানান, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৭ ছাত্রী এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৯৮ জন।

 

রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলার এবার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!