AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০ অক্টোবর ঢাবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শেষ, সাত কলেজের শিক্ষার্থীদের করণীয়


Ekushey Sangbad
হুমায়ুন কবির, ঢাকা কলেজ
০৪:৩৫ পিএম, ৩ অক্টোবর, ২০২২
২০ অক্টোবর ঢাবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শেষ, সাত কলেজের শিক্ষার্থীদের করণীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর (শনিবার)। এবার সমাবর্তনে অংশ নিতে পারবেন অধিভুক্ত সাত কলেজের গ্রাজুয়েট শিক্ষার্থীরা।

 

ঢাবির ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। ৫৩তম সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

 

অধিভুক্ত স্ব স্ব কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে উত্তীর্ণ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে নির্দেশনা। স্ব স্ব কলেজ থেকে প্রদান করা হয়েছে নোটিশ।

 

ঢাবির ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য সাত কলেজের শিক্ষার্থীদের করণীয়

 

১) স্ব স্ব কলেজের যেসব শিক্ষার্থী ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের স্নাতক (অনার্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে।

 

২) ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য সাত কলেজের শিক্ষার্থীদের আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যে (http://convocation.du.ac.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

 

৩) ৫৩তম সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি বা সনদপত্র উত্তোলন ফি অনলাইনে বিকাশ এবং সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।

 

৪) স্ব স্ব কলেজের সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা রেজিস্ট্রেশন ফরম অনলাইনে পূরণপূর্বক ২ সেট প্রিন্ট কপি (হার্ড কপি) কলেজের স্ব স্ব বিভাগে আগামী ১১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে জমা দিতে হবে।

 

৫) স্নাতকোত্তর (মাস্টার্স) গ্রাজুয়েট ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি বাবদ ৪ হাজার টাকা ও মূল ফি বাবদ ৩০০ টাকা, ট্রানজেকশন চার্জ ২০ টাকাসহ মোট ৪ হাজার ৩২০ টাকা প্রদান করতে হবে।

 

৬) স্নাতক (অনার্স) ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি বাবদ টাকা তিন হাজার টাকা ও মূল সনদ ফি বাবদ ৩০০ টাকা, চার্জ ২০ টাকাসহ সর্বমোট ৩ হাজার ৩২০ টাকা প্রদান করতে হবে।

 

৭) আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) মধ্যে সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।

 

৮) সংখ্যা নিরূপণের জন্য স্ব স্ব বিভাগে জমাকৃত সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ৩টার মধ্যে বিভাগসমূহ ৫৩তম সমাবর্তন উদযাপন কমিটিকে বুঝিয়ে দিতে হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব কলেজের মাধ্যমে নির্দেশনা মানতে হবে।

 

ঢাবি অধিভুক্ত সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

 

একুশে সংবাদ/হু.ক/এসএপি

Link copied!