AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই”


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
“শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই”

‘শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’, ‘সেশনজটের কবলে কেনো, প্রশাসন জবাব চাই', ‘হাটবাজারে মানুষ ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’, ‘দাবী মোদের একটাই, পরীক্ষা চাই’, এসব স্লোগানে আটকে থাকা পরীক্ষা নেয়ার দাবিতে মানবন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে অবস্থান নিয়ে আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার জন্য এ মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “সব কিছু স্বাভাবিক চললেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে গেছি। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখলে আমরা ভয়াবহ সেশনজটে পড়বো। অনতিবিলম্বে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গুলো নিতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, “চলমান পরীক্ষাগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী স্থগিত করেছি। পুনরায় সরকারী নির্দেশনা আসলে পরীক্ষা নেওয়া হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে।


একুশে সংবাদ/ ই,ফ/ এস
 

Link copied!