AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধিভুক্ত সাত কলেজের ৪ ঘণ্টার পরীক্ষা হবে ২ ঘণ্টায়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৫ পিএম, ৯ জানুয়ারি, ২০২১
অধিভুক্ত সাত কলেজের ৪ ঘণ্টার পরীক্ষা হবে ২ ঘণ্টায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে এবার ৪ ঘণ্টার পরীক্ষা হবে ২ ঘণ্টায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটাই ঢাবির একাডেমিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। আজ শনিবার (৯ জানুয়ারি) এমন সিদ্ধান্তের কথা জানান।

অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার আরও জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ, পূর্বে যেখানে ৪ ঘণ্টায় শিক্ষার্থীরা ৮০ নম্বরের উত্তর প্রদান করতেন সেখানে পরীক্ষার্থীরা এখন ২ ঘণ্টায় ৮০ নম্বরের উত্তর প্রদান করবে।

পরীক্ষা সংক্রান্ত এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বলে জানিয়েছেন অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, যেন দ্রুততম সময়ের মধ্যেই আটকে পড়া পরীক্ষাগুলো সম্পন্ন করা যায়।  এতে করে সেশনজট কমানো সম্ভব হবে। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়। আমরা এককভাবে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি না।

একুশে সংবাদ/রা/এআরএম

Link copied!