দেশের ইতিহাসে সর্বোচ্চ হওয়ার পর এবার কিছুটা কমলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন ছিল ৯২ হাজার ২৩০ টাকা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সোনার দাম কমিয়েছিল। তখন ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯২ হাজার ২৬২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১১০৮ টাকা কমিয়ে করা হয়েছে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৯২ টাকা এখন কিনতে লাগবে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮৬৯ টাকা। সবশেষ গত ১৪ জানুয়ারি বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ১৫ জানুয়ারি থেকে কার্যকর হয়।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :