AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডলার সংকট কাটলে ফল আমদানির এলসি খোলার অনুমতি: বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
ডলার সংকট কাটলে ফল আমদানির এলসি খোলার অনুমতি: বাণিজ্যমন্ত্রী

ডলার সংকট কাটলে আবার ফল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

টিপু মুনশি বলেন, বাংলাদেশেই এখন ফল প্রচুর হচ্ছে। বৈদেশিক মুদ্রায় যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেটা দেখতে হচ্ছে আমাদের। এছাড়া দেশে উৎপাদিত ফলের ন্যায্যমূল্য পাওয়া দরকার। তাই এলসি খোলা সীমিত করা হয়েছে। সময় ভালো হলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে।

 

তিনি বলেন, এখন দেশে ডলার সংকট চলছে। এই মুহূর্তে তা রিজার্ভ (সংরক্ষণ) করা প্রয়োজন। বর্তমানে অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে মুদ্রাটি ব্যয় করা হচ্ছে।

 

মন্ত্রী জানান, আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল এবং ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

 

তিনি বলেন, রোজায় নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। টিসিবির জন্য কেনা পণ্য সেই ১ কোটি মানুষকে দেয়া হবে। ফলে রমজানে কোনো সমস্যা বা নিত্যপণ্যের সংকট হবে না।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!