AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পোশাক খাতে বিদেশি জনশক্তির দরকার পড়বে না: বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৬ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৩
পোশাক খাতে বিদেশি জনশক্তির দরকার পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তৈরি পোশাক শিল্পে ‘মিড লেভেলে’ কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হওয়ায় আর বিদেশি জনশক্তির ওপর আমাদের নির্ভর করতে হবে না।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তুরাগে আরএমজি খাতে দক্ষ ম্যানেজার তৈরির উদ্দেশ্যে পরিচালিত ‘বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট’ বিষয়ে ওরিয়েন্টেশন অ্যান্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) কাজ করছে। দক্ষ জনশক্তিই একটি শিল্পপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

 

তিনি বলেন, আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে। এসব দক্ষ জনশক্তিকে আমাদের শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর আয়োজন করে।

 

বিইউএফটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) আব্দুর রহিম।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!