AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আটকা পড়েছে ১০ হাজার পণ্যবাহী ট্রাক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫১ পিএম, ১৩ অক্টোবর, ২০২১
আটকা পড়েছে ১০ হাজার পণ্যবাহী ট্রাক

চ্যাংড়াবান্ধা বন্দরে আটকে আছে প্রায় দশ হাজার পণ্যবাহী ট্রাক। এ কারণে লোকসানে পড়েছে আমদানিকারকরা। বর্তমানে পাথরের চেয়ে গম-ভুট্টাসহ কম শুল্কের পণ্য আমদানি বাড়ায় সংকট আরো প্রকট হয়েছে।

অপরদিকে, ওজন স্কেলে ত্রুটি ও ট্রাক স্ট্যান্ড না থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। দেশে ঢুকতে পারছে না স্থলবন্দরে আটকে থাকা প্রায় দশ হাজার পণ্যবাহী ট্রাক। এতে বাড়ছে আমদানি ব্যয়। যার প্রভাব পড়তে পারে দেশের বাজারে।

বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক রুহুল আমিন বলেন, আমরা চেষ্টা করছি আমাদের সিকিউরিটি গার্ড এবং লোকজনের মাধ্যমে গাড়িগুলোকে সুন্দর করে সারিবদ্ধভাবে রেখে যানজট যতদূর কমানো যায়।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার কেফায়েত উল্ল্যাহ মজুমদার বলেন, অবকাঠামো এবং লজিস্টিক সাপোর্টগুলো বাড়ানো হলে নিঃসন্দেহে আমরা আরও অনেক বেশি জনবান্ধব  এবং জনমুখী সেবা দিতে পারবো এবং ট্রেড ফ্যাসিলিটিশন যেটার জন্য আমরা কাজ করে থাকি, সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

একুশে সংবাদ / আল-আমিন

Link copied!