AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাট বাজারে দরপতন, হতাশায় কৃষক 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩০ পিএম, ২৫ জুলাই, ২০২১
পাট বাজারে দরপতন, হতাশায় কৃষক 

ঈদের পর দরপতন হয়েছে পাট বাজারে। বছরের শুরুতে পাটের দাম বৃদ্ধি পেলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায়। যেখানে ঈদের আগেও মণপ্রতি পাটের দাম ছিল সাত থেকে সাড়ে সাত হাজার টাকা। 

যদিও বছরের শুরুতে পাটের দাম বৃদ্ধি পেয়েছিল কিন্তু তাতে লাভ হয়েছিল সিন্ডিকেট এবং মধ্যস্বঃত্বভোগীদের। পাটের দাম বৃদ্ধির সময়ে কৃষকের হাতে পাট ছিল না। কিন্তু এখন যখন কৃষকের হাতে পাট আছে তখন পাটের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এতে করে কৃষক এবং পাট ব্যবসার সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকে একত্রে ব্যবসা পরিবর্তনের চিন্তাও করছেন।

করোনাকালে পাট রপ্তানি বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয় পাটকলে পাট বিক্রি করতে হচ্ছে। যদিও স্থানীয় কারখানাগুলোতে পাটের চাহিদা রয়েছে কিন্তু তারা বেশি দাম দিয়ে পাট কিনতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে কম দামেই কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাট বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ পাট সংস্থার বরাতে জানা গেছে, ২০০৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাটের বাজার খুব খারাপ যাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে তাদের পেশা পরিবর্তন করেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ মেটাতে না পারায় জেল পর্যন্ত খেটেছে। পাটের বাজার এভাবে অস্থিতিশীল থাকলে পাটের প্রতি কৃষক এবং ব্যবসায়ীদের আগ্রহ হারাবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

মাগুরার এক পাট চাষী জানান, গত সপ্তাহেও যে পাট তিনি মুন্ডিপ্রতি (৩৭ কেজিতে ১ মুন্ডি) ৩ হাজার টাকায় বিক্রি করেছেন তা কমে এসে দাঁড়িয়েছে ১৫ শ’ টাকায়।

স্থানীয় ব্যবসায়ীরা দাম কমার পরেও পাট কেনায় আগ্রহ দেখাচ্ছে না।

এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতেই সবথেকে বেশি পাট রপ্তানি করা হয়। তবে ভারতের এই করোনা পরিস্থিতিতে সরকার পাট রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। অন্যদিকে পূর্বে বাংলাদেশ থেকে ৩০টি দেশে পাট রপ্তানি হতো। এখন এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩টি তে।  

একুশে সংবাদ/স/তাশা 

Link copied!