AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৫


Ekushey Sangbad

০৪:১৫ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২০
শ্রীপুরে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৫

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) : জিম্মি ব্যাক্তিদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা করে, অস্ত্র ও গুলি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘন্টা পর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটকের ঘটনায় কুমিল্লার দ্বেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মৃত আয়েত আলী মুন্সির ছেলে আবুল হোসেন বাদী হয়ে তাদেও নামে মামলা দায়ের করে। এ সময় পুলিশের একজন উপ-পরিদর্শক, একজন কনস্টেবল, একজন আনসার সদস্যসহ সাতজন আহত হন। আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম-২, কনস্টেবল খোরশেদ আলম, আনসার সদস্য সুকুমার রায়। উদ্ধারকৃতদের মধ্যে আহত আবুল হোসেন রনি, ফয়সাল আহমেদ, আবুল কালাম ও অমর বেপারী। তারা কুমিল্লা জেলার দেবীদ্বার, হোমনা ও লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তারা বিদেশে লোক পাঠানো প্রতিষ্ঠান ঢাকার “রাখা ইন্টারন্যাশনাল কোম্পানীতে” চাকুরী করেন। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে রৌশনী (৪০), নাজমুল হকের স্ত্রী মনীষা মনি (২৫), গাজীপুর সদর উপজেলার নয়নপুর (দিঘলা) গ্রামের আফসার উদ্দিনের ছেলে ফরহাদ (১৮), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহোড়া গ্রামের জাফর মোল্লার ছেলে তাজুল ইসলাম (২৪) ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের সোলায়মানের ছেলে আব্দুর রহমান (২০)। আহত উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃৃত আবুল হোসেন রনি বিদেশে লোক পাঠিয়ে থাকেন। নোয়াগাঁও গ্রামের ওই পরিবারের দুজনকে দুবাই পাঠানোর কথা বলে চলতি বছরের ফেব্রæয়ারীতে দুই লক্ষাধিক টাকা নেন। করোনার কারনে বিদেশে পাঠাতে না পারায় রোশনীর পরিবার তাদের টাকা ফেরত চান। আবুল হোসেন রনি কিছু টাকা ফেরতও দেন। আরও লোক পাঠানোর কথা বলে খবর পাঠিয়ে তাদেরকে কুমিল্লা থেকে শ্রীপুরের নোয়াগাঁও গ্রামের রোশনীর স্বামী মৃত আব্দুর রহমানের বাড়িতে আসতে বলেন। গত বৃহষ্পতিবার কুমিল্লা থেকে আবুল হোসেন রনি ও মালেক নামে দু’জন নোয়াগাঁও রোশনীর স্বামী মৃত আব্দুর রহমানের বাড়িতে আসেন। পরে তাদেরকে ওই বাড়িতে আটক করে মারধোর করে বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসার জন্য বলেন। পরে তারা ফোনে যোগাযোগ করলে বিষয়টি মীমামংসার জন্য কুমিল্লা থেকে তাদের আরও তিনজন শুক্রবার শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আসেন। পরে তাদেরকেও আটক করে মরাধোর করা হয়। এক পর্যায়ে তাদের মধ্য থেকে মালেক নামে একজন পালিয়ে রক্ষা পান। আটককৃতদের মধ্য থেকে একজন কৌশলে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে যায়। এসময় পুলিশ দেখে রোশনীর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়। পরে তারা পুলিশ সদস্যদের মারধোর করে একটি শটগান ও আট রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ছিনিয়ে নেয়। পরে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন,পুলিশ পরির্দশক (তদন্ত) মনিরুজ্জামান খান, পুলিশ পরির্দশক গোলাম সারুয়ারসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই রাতে দেড়টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ, তিন পুলিশ সদস্য ও আটককৃত চারজনকে উদ্ধার করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজন, চিহ্নিত ২৪ জন ও অজ্ঞাতনামা কমপক্ষে ১৫ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। আহত উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ওই মামলার বাদী। আটক করে রাখার ঘটনায় উদ্ধারকৃত আবুল হোসেন রনি গং আরেকটি পৃথক মামলা করেছেন। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। একুশে সংবাদ/এআরএম/২৬/০৯/২০২০
Link copied!