AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুয়ারেজের হুমকিতে বার্সা কুপোকাত


Ekushey Sangbad

১১:৪৯ এএম, সেপ্টেম্বর ২৪, ২০২০
সুয়ারেজের হুমকিতে বার্সা কুপোকাত

একুশে সংবাদ : প্রিয় ক্লাবকে আদালতে নিয়ে যেতে চাননি বলেই দলবদলের সিদ্ধান্ত থেকে সরে এসে বার্সেলোনায় থেকে গেছেন লিওনেল মেসি। চুক্তির মারপ্যাঁচ দেখিয়ে একইভাবে লুইস সুয়ারেজের দলবদলও আটকে দিতে চেয়েছিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। কিন্তু সোজা আঙুলে ঘি না ওঠায় মেসির মতো আপস না করে সুয়ারেজ দিলেন পাল্টা চাল। সংবাদ সম্মেলন ডেকে বার্সা সভাপতির গোমর ফাঁস করে দেয়ার হুমকি কাজ করল টনিকের মতো। রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সুয়ারেজের চাওয়া মেনে নিলেন বার্তোমেউ। অনেক নাটকের পর মঙ্গলবার রাতে উরুগুয়ে ফরেয়ার্ডকে অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে দিতে রাজি হয়েছে বার্সেলোনা। সুয়ারেজের দলবদল এখন সময়ের ব্যাপার মাত্র। রোববার লা লিগায় গ্রানাদার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচই অ্যাটলেটিকোর জার্সি গায়ে অভিষেক হতে পারে তার। চুক্তির এক বছর বাকি থাকতেই সুয়ারেজকে নতুন ঠিকানা খুঁজে নিতে বলেছিলেন বার্সার নতুন কোচ রোনাল্ড কোমান। কিন্তু অ্যাটলেটিকোর সঙ্গে সুয়ারেজের সমঝোতা হয়ে যাওয়ার পর বেঁকে বসেন বার্তোমেউ। জানিয়ে দেন, বার্সার কোনো প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিতে পারবেন না সুয়ারেজ। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাতেই উল্টে যায় পাশার দান। রাতে সুয়ারেজের আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর নাটকের অবসান হয়। শর্ত সাপেক্ষে সুয়ারেজের জন্য বার্সাকে চার মিলিয়ন ইউরো দেবে অ্যাটলেটিকো। অন্যদিকে দুই বছরের চুক্তিতে বছরে নয় মিলিয়ন ইউরো বেতন পাবেন সুয়ারেজ। সঙ্গে মোটা অঙ্কের বোনাস। ছয় বছরের বার্সা ক্যারিয়ারে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন সুয়ারেজ। ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। একুশে সংবাদ/এআরএম/যু/২৪/০৯/২০২০
Link copied!