AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমি অ্যাওয়ার্ডে কৃষ্ণাঙ্গদের বাজিমাত,গড়লেন নতুন ইতিহাস


Ekushey Sangbad

০৬:০৮ পিএম, সেপ্টেম্বর ২২, ২০২০
এমি অ্যাওয়ার্ডে কৃষ্ণাঙ্গদের বাজিমাত,গড়লেন নতুন ইতিহাস

একুশে সংবাদ: পুরো বিশ্ববাসী এবার উপভোগ করলো একটু ভিন্ন রকমের এমি অ্যাওয়ার্ড।সোমবার অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন জগতের সব থেকে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি । বেশ কিছু রেকর্ড হয়েছে ৭২তম আসরে। যার অন্যতম একটি করেছেন কৃষ্ণাঙ্গরা। এবার কৃষ্ণাঙ্গ শিল্পী ও কলাকুশলীরা এমিতে অংশ নিয়ে গড়েছেন নতুন ইতিহাস। এবারের আসরে শুধু পুরস্কার বিজয়েই নয়, পুরস্কারের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে দেখা গিয়েছিল ৩৩ শতাংশ কৃষ্ণাঙ্গ। যা কিনা এমির ইতিহাসের সকল পর্ব থেকেই ১৪ শতাংশ বেশি। টেলিভিশন সিরিজ ‘ওয়াচম্যান’- এ দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন রেগিনা কিং। শুধু তিনিই নন, তার সহশিল্পী ইয়াহিয়া আবদুল মাটেনও জিতেছেন সেরা সহশিল্পীর পুরস্কার। এদিকে ‘কুইব’ সিরিজে অভিনয় করে আরেক ইতিহাস রচনা করেছেন জোনস এবং তার মেয়ে জেসমিন সিফাস জোন্স। পিতা কন্যা হিসেবে তারাই পৃথিবীর প্রথম কোনো যুগল যারা দুজন একসঙ্গে এমি অ্যাওয়ার্ড জিতেছেন। সাথে আরেক কৃষ্ণাঙ্গ অভিনেতা লরেন্স ফিশবার্নও সহায়ক অভিনেতা হিসেবে জিতেছেন অ্যাওয়ার্ডটি। আর এমির এই চূড়ান্ত পর্বের বিশেষ অতিথি হিসেবে ছিলেন মায়া রুডল্ফ, এডি মারফি এবং রন সিফাস জোন্স। একসঙ্গে এমি অ্যাওয়ার্ডে এত কৃষ্ণাঙ্গের মিলনমেলা এই প্রথম দেখা গেল। তবে শুধু অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে নয়, অসাধারণ উপস্থাপনা জাদু দিয়ে টানা পঞ্চম বারের মত এমি সেরা উপস্থাপকের পুরস্কার জিতে নিয়েছেন রেজিনাল্ড হডলিন। পৃথিবী যখন ‘ব্ল্যাক লাইফ ম্যাটারস’- এর ব্যানারে কৃষ্ণাঙ্গদের দাবি আদায়ের প্রতিবাদে ব্যস্ত ঠিক তখনই কৃষ্ণাঙ্গদের এমিতে এই সাফল্য সত্যিই চোখে পড়ার মতো। একুশে সংবাদ/তাশা/গো/২২/০৯/২০২০
Link copied!