AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের পরদিন নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:২৩ এএম, ১৩ নভেম্বর, ২০২১
ভোটের পরদিন নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যা

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুর রউফ। ভোটের পরদিনই এই ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের বামুনির পারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ মাগুরের কুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। অপরদিকে ঘাতক আরিফ মাগুরের কুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে।

জানা গেছে, নিজের মোটরসাইকেল নিয়ে রাত ১০টার দিকে নিজ গ্রাম মাগুরের পাড়ায় যাওয়ার সময় বামুনির ভিটার একটি উঁচু ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ইউপি সদস্য আব্দুর রউফের মাথায় লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর আহত হন রউফ মেম্বার।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায়  ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে  মোরগ প্রতীক নিয়ে আবদুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।


একুশে সংবাদ/জা/তাশা

Link copied!