AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে প্রতিবন্ধী যুবক খুন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২৫ পিএম, ২১ জুলাই, ২০২১
খাগড়াছড়িতে ছুরিকাঘাতে প্রতিবন্ধী যুবক খুন

খাগড়াছড়ি সদর উপজেলায় দৃর্বৃত্তের ছুরিকাঘাতে এল্টু চাকমা (২৬) নামে এক প্রতিবন্ধী যুবককে খুন করা হয়েছে। মঙ্গলবার (২০জুলাই) দিবাগত রাঁত আনুমানিক সাড়ে ১০টার দিকে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এল্টু চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ির রুখই চৌধুরী পাড়া গ্রামের অনিল বিকাশ চাকমার একমাত্র ছেলে।

জানাযায়, নিহত ব্যক্তি তামাকজাত কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো।

তথ্যমতে জানাযায়, একাধিক মামলার আসামী উত্তর গঞ্জপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ সাজু নামে একজনকে আটক করেছে আইনশৃংখ্যাবাহিনী। সে কিছুদিন আগে জেল থেকে বেড়িয়েছেন। 

এছাড়াও আরো কয়েকজন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

নিহতের বড় বোন সেলিনা চাকমা বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এদিকে সিগারেট কোম্পানীর খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার ম্যাকলিট চাকমা জানান, আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি খবর পায়। চুরি করতে এসে ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে চলে যায় ডাকাত।

খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত আবুল হাসান খান জানান, মেরিস সিগারেট কোম্পানির স্থানীয় একটি দোকানের গুদামে ঢুকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তদন্ত করার আগে কিছুই বলা যাচ্ছে না। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা অনিল বিকাশ চাকমা বাদী হয়ে মামলা দায়ার করেছে।

প্রতিবেদন লেখার শেষ মূর্হুতে একজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

 

একুশে সংবাদ/মফিজুল/ব 
 

Link copied!