গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দুইজন স্থানীয় নেতা দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) আনোয়ার হোসেনের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন, “আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ–পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

