কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিহাব আহমেদ তুহিন। এতে বক্তব্য রাখেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার মুখ্য সংগঠক শরিফুল হক জয়, বাজিতপুর উপজেলা প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, বেলাবো উপজেলা যুগ্ম সমন্বয়কারী মারজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (যুবশক্তি) মানিক মিয়া এবং ভৈরব উপজেলার এনসিপি প্রতিনিধি রিসান কবির প্রমুখ।
বক্তারা বলেন, “অনেক কষ্ট ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ত্যাগের কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বিগত দিনে বিএনপি, জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দেশের মানুষের কোনো লাভ হয়নি। আগামী দিনে দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছে। আসন্ন নির্বাচনে ভোটাররা এনসিপিকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এনসিপি জয়যুক্ত হলে দেশের সাধারণ মানুষের জয় হবে। তাই ভোটের আগে ভেবে চিন্তা করে ভোট দিন।”
আলোচনা শেষে কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই আন্দোলনের ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত জুবায়েদের মা, হোসনে আরা বেগম।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

