AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৫:২২ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তারা প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতীর এলাকার একটি স্থান পরিদর্শন করেন। এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আরেকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, তারা দুটি স্থান পর্যবেক্ষণ করেছেন এবং এর মধ্যে যে জায়গাটি বেশি কার্যকর ও উপযুক্ত, সেটিকেই চূড়ান্ত বিবেচনার জন্য নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার নতুনভাবে জমি অধিগ্রহণ না করে বিভিন্ন জেলায় থাকা খাস জমি ব্যবহার করার চেষ্টা করছে। এ বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই প্রয়োজন।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশের অনেক স্থানে গ্যাসের ঘাটতি থাকলেও ভোলায় গ্যাসের প্রাচুর্য রয়েছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট গ্যাস মজুত রয়েছে প্রায় ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এই বিপুল পরিমাণ গ্যাস কাজে লাগিয়ে ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব কি না, তা যাচাই করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!