AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরের রায়পুরে নারীসহ সাবেক শ্রমিক দল নেতা ও দুই সহযোগী কারাগারে


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৫:০৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে নারীসহ সাবেক শ্রমিক দল নেতা ও দুই সহযোগী কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে এক নারীসহ শ্রমিক দলের এক সাবেক নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছে সচেতন গ্রামবাসী। পরে শুক্রবার সকালে তাদের চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রায়পুরের চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারসংলগ্ন মাদরাসার পেছনে নজির মিয়ার বাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে গ্রামবাসী। আটক চারজনের বাড়ি ওই ইউনিয়নের চরআবাবিল গ্রামেই।

হায়দরগঞ্জ ফাঁড়ির পরিদর্শক (ওসি) বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক নারী ও দুই সহযোগীসহ উত্তর চরআবাবিল ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সহ–সভাপতি রাজুকে গ্রামবাসী পিটুনি দিয়ে আটক করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যায়।

পুলিশ দাবি করেছে, আটক নারী পেশাদার যৌনকর্মী। তবে ওই নারী জানান, তিনি যৌনকর্মী নন। মিথ্যা কথা বলে রাজু, ফরহাদ ও আসলাম তাকে হায়দরগঞ্জ বাজারের মাদরাসার পেছনের বাসায় ডেকে নেওয়ার পর গ্রামবাসী তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শ্রমিক দলের সাবেক নেতা রাজু, ফরহাদ ও আসলাম দীর্ঘদিন ধরে ওই বাসায় থেকে বিভিন্ন এলাকা থেকে নারী এনে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন। বাসাটিতে নিয়মিত অপরিচিত লোকজনের যাতায়াতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, রাজু মূলত নারী ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করেন, এবং আটক নারীও এ কাজে জড়িত থাকতে পারেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভুইয়া বলেন, প্রাথমিক তদন্তের পর ওই নারীসহ চারজনকে ‘টু–নাইটি’ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!