AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৩:৪৫ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

গৌরীপুরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মানববন্ধন

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ–সংক্রান্ত আইন সংসদে প্রণয়নের দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা শহীদ হারুন পার্কসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইমাম–মুয়াজ্জিন ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমাম–মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও বড় মসজিদের ইমাম হাফেজ মোস্তাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরীপুর মডেল মসজিদের ইমাম মুফতি আসিকুর রহমান। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তৌহিদী জনতা অংশ নেন।

বক্তারা বলেন, মুসলমানদের দৃষ্টিতে কাদিয়ানীরা ভিন্ন মতবাদে বিশ্বাসী হওয়ায় রাষ্ট্রীয়ভাবে বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। তারা দাবি করেন, সরকার, উপদেষ্টা পরিষদ এবং আগামী জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে এ বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।

অনুষ্ঠানে বক্তারা আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!