কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ–সংক্রান্ত আইন সংসদে প্রণয়নের দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা শহীদ হারুন পার্কসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইমাম–মুয়াজ্জিন ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমাম–মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি ও বড় মসজিদের ইমাম হাফেজ মোস্তাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরীপুর মডেল মসজিদের ইমাম মুফতি আসিকুর রহমান। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তৌহিদী জনতা অংশ নেন।
বক্তারা বলেন, মুসলমানদের দৃষ্টিতে কাদিয়ানীরা ভিন্ন মতবাদে বিশ্বাসী হওয়ায় রাষ্ট্রীয়ভাবে বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন রয়েছে। তারা দাবি করেন, সরকার, উপদেষ্টা পরিষদ এবং আগামী জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে এ বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তারা আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

