শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আক্তার মিয়া নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোমরা এলাকা থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোমরা সীমান্ত এলাকা থেকে আমদানি–নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আক্তার মিয়াকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

