AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় ইউসিসিএ’ লিঃ এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: সৌমিক হাসান সোহাগ সভাপতি নির্বাচিত


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৩:২৬ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

ভালুকায় ইউসিসিএ’ লিঃ এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: সৌমিক হাসান সোহাগ সভাপতি নির্বাচিত

ময়মনসিংহের ভালুকায় ইউসিসিএ’লিঃ এর ব্যবস্থাপনা কমিটি গঠন ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিআরডিবি ও ইউসিসিএ’ লিঃ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সৌমিক হাসান সোহাগকে সভাপতি করে আগামী তিন বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউসিসিএ’ লিঃ এর নির্বাচন কমিশনার সাইদুর রহমান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, রহুল আমিন, এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সিরাজুল ইসলাম ঢালী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইউসিসিএ’ লিঃ গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশের কোটি মানুষের জীবিকার সঙ্গে সমবায় আন্দোলন জড়িত। তাই এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি আধুনিক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার দিকে এগিয়ে যাবে, যা কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

সভায় উপস্থিত সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও সদস্যবান্ধব ব্যবস্থাপনা কমিটির প্রত্যাশায় ছিলেন। নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় তারা আশাবাদী যে, ইউসিসিএ’ লিঃ পুনরায় কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি সৌমিক হাসান সোহাগ বলেন, “আমরা প্রতিটি সদস্যের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিকতার ভিত্তিতে ইউসিসিএ’ লিঃ-কে একটি মডেল সমবায় প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই ভালুকার প্রতিটি কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তা ইউসিসিএ’ লিঃ এর মাধ্যমে উপকৃত হোক। উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত অতিথিরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ইউসিসিএ’ লিঃ এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!