AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১২:২২ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ওই ৬ কর্মকর্তার পৃথক পৃথক বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

স্থায়ী বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার পত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার(স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ০৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এছাড়া উপ- পরিচালক উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদ নামে বিভাগীয় মামলা থাকায় তাকে সাময়িক বহিষ্কার কার হয়।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!