জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বুধবার (১২ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও আগামী ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে জুড়ীতে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৩০–৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কবির আহমদের ছেলে ও জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ (২৮), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান তারেক (৪২) এবং জাঙ্গীরাই গ্রামের মো. চান মিয়ার ছেলে হাবিবুর রহমান জয় (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, চিহ্নিত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালানো হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

